১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে সফর, ১৪৪৭ হিজরি

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ইউনূসের বৈঠক, ৫ সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিনিধি:

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে।

ড. ইউনূসের মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে পুত্রজায়ায় তার আগমনকে কেন্দ্র করে বিশেষ আয়োজন করা হয়। তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন প্রধান উপদেষ্টা। বৈঠক শুরুর আগে ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

প্রধান উপদেষ্টা গতকাল সোমবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছান। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল। প্রেস সচিব শফিকুল আলম পূর্বেই জানিয়েছিলেন, এ সফরে অভিবাসন ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়গুলো অগ্রাধিকার পাবে।

মঙ্গলবারের কর্মসূচিতে ড. ইউনূস একটি ব্যবসায়ী সম্মেলনে অংশগ্রহণ করেন। আগামীকাল বুধবার মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান (ইউকেএম) তাকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করবে, যেখানে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। এছাড়া মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা।

এ সফরে মোট পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হওয়ার কথা রয়েছে, যা দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top