মোহাম্মদ রকিবুল হক, ফটিকছড়ি প্রতিনিধি:
প্রবাসে থেকেও সততা ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন চট্টগ্রামের ফটিকছড়ির শাহনগর গ্রামের কৃতি সন্তান আজিজুদ্দীন তালুকদার (৩৬)। হারানো ব্যাগ মালিকদের কাছে ফিরিয়ে দিয়ে তিনি সম্মাননা পেয়েছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই পুলিশের কাছ থেকে।
জানা গেছে, দুবাইয়ের নায়েফ গোল্ড সুক বাজারে কর্মরত আজিজ পেশাগত কাজের পাশাপাশি ভাড়ায় গাড়ি চালান।
সোমবার রাতে তিনি এক ব্রিটিশ দম্পতিকে গাড়িতে করে আতানা হোটেলে পৌঁছে দেন। পথে আল বাশরা এলাকার একটি রেস্তোরাঁয় খাবার খেয়ে হোটেলে নামার সময় দম্পতি অসাবধানতাবশত গাড়িতে ফেলে যান একটি হাতব্যাগ।
ব্যাগটিতে ছিল পাসপোর্ট, ক্রেডিট কার্ড, একটি মোবাইল ফোনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র। বিষয়টি জানাজানি হলে পরদিন নায়েফ থানার ফোনে আজিজ ব্যাগসহ সেখানে হাজির হন। কর্তব্যরত পুলিশ কর্মকর্তা মোহামেদ ইয়াকুবের উপস্থিতিতে তিনি ব্যাগটি মালিকদের হাতে তুলে দেন।
ব্যাগ ফেরত পাওয়ার পর ব্রিটিশ দম্পতি কৃতজ্ঞতা স্বরূপ নগদ অর্থ দিতে চাইলে আজিজ তা গ্রহণ করেননি। তিনি জানান, “আমি কেবল দায়িত্ববোধ থেকেই কাজটি করেছি।”
ব্যক্তিগত সততা ও নৈতিকতার স্বীকৃতিস্বরূপ দুবাই পুলিশ আজিজকে সম্মাননা সনদ ও উপহার প্রদান করেছে। প্রবাসের মাটিতে এমন সততার দৃষ্টান্ত স্থাপন করে ফটিকছড়ির এই যুবক শুধু নিজের নয়, দেশেরও সুনাম উজ্জ্বল করলেন।
প্রবাস জীবনের সংগ্রামের ভিড়ে আজিজের এই সততা যেন অন্ধকারে আলোর শিখা। তিনি প্রমাণ করেছেন—অর্থ নয়, সততা ও নৈতিকতাই একজন মানুষকে মহৎ করে তোলে। ফটিকছড়ির এই তরুণ আজিজ আজ শুধু এক প্রবাসী শ্রমিক নন, তিনি সততার উজ্জ্বল এক নক্ষত্র, যিনি দেশ-বিদেশে বয়ে এনেছেন গৌরব ও সম্মানের আলো।
- আপডেট:
- অনলাইন ডেস্ক
এ সম্পর্কিত আরও খবর
ব্রিটিশ দম্পতির ব্যাগ ফেরত দুবাইয়ে সম্মাননা পেলেন ফটিকছড়ির কৃতি সন্তান আজিজ
- আপডেট:
- অনলাইন ডেস্ক

সর্বশেষ
জনপ্রিয়
সর্বশেষ
জনপ্রিয়
ফেসবুকে আমরা
মন্তব্য করুন
Login
0 Comments
Oldest
Newest
Most Voted
Inline Feedbacks
View all comments