১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সকাল প্রি-ক্যাডেট স্কুলে পরিচর্যা ক্লাশের উদ্বোধন

রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী প্রতিনিধি:

ঈশ্বরদীর সুনামধন্য শিশু শিক্ষা প্রতিষ্ঠান ‘সকাল প্রি-ক্যাডেট স্কুল’ এ প্রতি বছরের ন্যায় এবারও প্লে শ্রেণিতে ভর্তি ইচ্ছুক শিশু শিক্ষার্থীদের ‘ফ্রি পরিচর্যা ক্লাশ’ শুরু করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) সকাল ১০ টায় স্কুলের পরিচালক মহিদুল ইসলাম উপস্থিত সকল শিশু শিার্থীদের হাতে রজনীগন্ধা ফুলের ষ্টিক ও চকলেট দিয়ে বরণ করে নেন। সে সময় স্কুলের অধ্যক্ষ মোঃ হেলালুর রহমানসহ অন্যান্য শিক্ষক/শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। স্কুলটি প্রতিষ্ঠার পর থেকেই প্রতি বছর প্লে শ্রেনীতে ভর্তিচ্ছুক শিশু শিক্ষার্থীদের জন্য এই পরিচর্যা কাশের ব্যবস্থা করে আসছে ‘সকাল প্রি-ক্যাডেট স্কুল’ কর্তৃপক্ষ।

উপস্থিত অভিভাবকেরা জানান, ‘সকাল প্রি-ক্যাডেট স্কুল’ এর এই ব্যতিক্রমী আয়োজন শিশু শিক্ষার্থীদের স্কুল মূখী করতে ভাল একটি ভুমিকা রাখবে। তাছাড়া স্কুলের বাস্তবিক পরিবেশের সাথে শিক্ষার্থীদের মেল বন্ধন করতেও বলিষ্ঠ ভুমিকা রাখবে বলে বিশ্বাস করি।

স্কুলের অধ্যক্ষ মোঃ হেলালুর রহমান বলেন, প্রতিষ্ঠার পর থেকেই ‘সকাল প্রি-ক্যাডেট স্কুল’ প্লে শ্রেণীতে ভর্তিচ্ছুক শিশু শিক্ষার্থীদের জন্য এই পরিচর্যা ক্লাশের ব্যবস্থা করে আসছে। এই পরিচর্যা ক্লাশের মাধ্যমে স্কুলের প্রতি শিক্ষার্থীদের ভালবাসা ও আগ্রহ তৈরি হয়। পাশাপাশি শিক্ষা জীবন কেমন হয় সে বিষয়ে বাস্তব ধারণা অর্জন করা হয়। একজন শিশু শিক্ষার্থীর জীবনে পরিচর্যা কাশ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top