১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফটিকছড়িতে মাহিন হত্যা মামলার আসামি গ্রেপ্তার

মোহাম্মদ রকিবুল হক শাকিল, ফটিকছড়ি প্রতিনিধি:

ফটিকছড়িতে আলোচিত কিশোর মাহিন হত্যাকাণ্ড মামলায় তানভীর হোসেন (১৮) নামে আরেক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ অক্টোবর) মধ্যরাতে ফটিকছড়ি থানার এসআই ফারুক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ৫নং ওয়ার্ডের সাকর আলী তালুকদার বাড়ির পার্শ্ববর্তী আত্বীয়ের ঘর থেকে তাকে আটক করে। তানভীর ঐ এলাকার মো. আবছারের ছেলে।

ঘটনায় আহত মানিক জানান, তানভীর ঘটনার দিন মাহিন, রাহাত ও আমাকে দড়ি দিয়ে বেঁধে সূচের আঘাতে নির্যাতন করে। এতে ঘটনাস্থলে মাহিনের মৃত্যু হয়। গুরুতর আহত রাহাত ও আমাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরন করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফারুক হোসেন বলেন, দীর্ঘদিন ধরে আসামি তানভীর পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সে এলাকায় ফিরেছে। পরে গতরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ জানান, প্রাথমিক তদন্তে মাহিন হত্যাকাণ্ডে তানভীরের সরাসরি সম্পৃক্ততার সত্যতা পাওয়া গেছে। তাকে আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, এ পর্যন্ত মাহিন হত্যাকাণ্ড মামলায় মোট ছয়জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর ফটিকছড়ির কাঞ্চননগরে কিশোর রিহান উদ্দিন মাহিনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা খদিজা বেগম বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তানভীরসহ মামলায় একাধিক আসামিকে গ্রেপ্তার করা হলেও মূল হোতা মাষ্টার নাজিম, মহিউদ্দিন, তৈয়ব এখনো ধরা ছোয়ার বাইরে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top