১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে ক্ষমা চাওয়ার আহ্বান নাহিদ ইসলামের

নিজস্ব প্রতিনিধি:
জুলাই সনদ স্বাক্ষরের দিনে দাবি পূরণের বিক্ষোভে অংশ নেওয়া ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে দেওয়া বক্তব্যের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, “কিছুক্ষণ আগেই আমরা দেখেছি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন সাহেব জুলাই যোদ্ধাদের ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী বলে মন্তব্য করেছেন। আমরা এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

গতকাল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে ‘জুলাই যোদ্ধারা’ অবস্থান নেন। পরে পুলিশ তাদের পিটিয়ে সরিয়ে দেয়। এর পর মানিক মিয়া অ্যাভিনিউয়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

এ ঘটনার পর আজ সকালে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, “জুলাই যোদ্ধাদের নামে কিছু উচ্ছৃঙ্খল ছাত্র ঢুকেছিল। এটি ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে মনে করি। আওয়ামী ফ্যাসিস্টরা বিশৃঙ্খলার চেষ্টা করছে। প্রকৃত জুলাই বা অভ্যুত্থান সংশ্লিষ্ট কেউ এতে ছিল না।”

তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম বলেন, “তিনি হয়তো তথ্যের অভাবে এমন মন্তব্য করেছেন। কারণ, তিনি জুলাই অভ্যুত্থানের সময় দেশে ছিলেন না, রাজপথে ছিলেন না। তাই তিনি জানেন না কারা তখন লড়াই করেছিল, কারা গুলির সামনে দাঁড়িয়েছিল।”

তিনি আরও বলেন, “আতিকুল গাজী, যার হাত কেটে গেছে; শহীদ মীর মুগ্ধের বাবা; কিংবা ইয়ামিনের বাবা—এদের ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর’ বলা অত্যন্ত বেদনাদায়ক ও অপমানজনক।”

নাহিদ ইসলাম আহ্বান জানান, “সালাহউদ্দিন আহমেদ যেন অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করেন, আহত যোদ্ধা ও শহীদ পরিবারগুলোর কাছে ক্ষমা চান এবং তাদের সঙ্গে বসে জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস শোনেন।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top