২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে ১০৪ ভরি রুপার গহনাসহ এক চোর গ্রেপ্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দিতে চাঞ্চল্যকর স্বর্ণের দোকানে রূপা, মোবাইল ফোন চুরি মামলার চোরাই ১০৪ ভরি রূপা ও মোবাইলসহ মোঃ শিমুল হোসেন (২৬) নামে এক পেশাদার চোরকে গ্রেপ্তার করেছে। সে জেলার কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গ্রামের মোঃ লাল চাঁদের ছেলে।

শনিবার (১৮ অক্টোবর) ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া বিলের মধ্যে মাছের ঘের থেকে রুপার গহনা ও মোবাইল উদ্ধার করে।

শনিবার রাত ১২ টায় বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের কার্ত্তিক কুমার পালের বালিয়াকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন ইসলামী ব্যাংকের সামনে রিত্তিকা জুয়েলার্স নামক জুয়েলার্সের দোকান রয়েছে। গত ১৩ অক্টোবর রাত ১০টা থেকে ১৪ অক্টোবর সকাল ১১ টার মধ্যে যে কোন সময় অজ্ঞাতনামা চোর দোকানের উপরের চালের টিন ও টিনের নিচে সিলিংয়ের রড কেটে ভিতরে ঢোকে। দোকানে থাকা রূপার পায়ের নূপুর ২০ জোড়া, রূপার গলার চেইন ১৫ টি, রূপার ব্রেসলেট ২০ টি, রুপার হাতের বেবি চুড়ি ১০ জোড়া, রূপার হাতের বড় চুড়ি ৫ জোড়া, রূপার হাতের বাজু ০৮টি , আংটি ১৬ টি সর্বমোট ১৩১ ভরি রূপা ও একটি টেকনো এন্ড্রয়েড মোবাইলসহ ৪ লক্ষ ৬৯ হাজার ৫০০ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ চুরির ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করে। থানার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত ১ জন চোরকে ঢাকা সাভার থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কালুখালী থানার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া বিলের মধ্যে আসামীর মাছের ঘেরের ভেতর থাকা ছোট্ট টং ঘরের খাটের নিচে প্লাস্টিকের বাজারের ব্যাগে রক্ষিত আসামীর দেখানো মতে. রূপার পায়ের নূপুর, ২১ জোড়া, রূপার গলার চেইন,২ টি, রূপার ব্রেসলেট ১০ টি, রূপার হাতের বেবি চুড়ি ০৯ জোড়া ১ পিস, রূপার হাতের বড় চুড়ি ০৪ জোড়া, ১ পিস, রূপার হাতের বাজু ০৫ টি‌, রূপার আংটি ১৬ পিস সর্বমোট ওজন ১০৩ ভরি ০৩ আনা ০৩ রতি রূপা ও একটি টেকনো এন্ড্রয়েড মোবাইলসহ সর্বমোট ৩ লক্ষ ৭২ হাজার ২৬৫ টাকার মালামাল উদ্ধার করা হয়। তাকে রবিবার সকালে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top