২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বান্দরবান রেইচা আর্মি ক্যাম্পের তল্লাশিতে ১৭ লিটার দেশীয় মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

ওসমান গনি, বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান জেলার, রেইচা আর্মি ক্যাম্পের চেক পয়েন্টে নিয়মিত গাড়ি তল্লাশি এবং গোপন তথ্যের ভিত্তিতে  ১৭ লিটার দেশীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রেইচা আর্মি ক্যাম্প,   বান্দরবান সেনা জোন ।

আজ (রবিবার) দুপুর আনুমানিক ১৪১৫ ঘটিকার সময় রেইচা আর্মি ক্যাম্প,বান্দরবান সেনা জন এর  সদস্যরা একটি মাহিন্দ্র গাড়ি তল্লাশি করতে গিয়ে গাড়ির ভেতর থেকে ১৭ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করেন। এসময় মদ বহনের দায়ে মোঃ মনির হোসেন (২৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি বান্দরবান পৌরসভার ৯নং ওয়ার্ডের কাশেম পাড়ার বাসিন্দা।

রেইচা আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, তল্লাশির সময় গাড়ির বিভিন্ন অংশে লুকিয়ে রাখা দেশীয় মদ উদ্ধার করা হয়। আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত মদসহ বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক নির্মূলে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। মাদকমুক্ত সমাজ গঠনে সেনাবাহিনীর এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top