২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

উজিরপুরে ৩ রাউন্ড গুলি সহ পিস্তল উদ্ধার করেছে সেনাবাহিনী

মাহফুজুর রহমান, উজিরপুর বরিশাল প্রতিবেদক:

ঢাকায় মাদক মামলায় গ্রেপ্তার হওয়া আসামির বরিশালের উজিরপুরের গ্রামের বাড়ির তালাবদ্ধ ঘর থেকে বিদেশে তৈরি পিস্তল ঊদ্ধার করেছেন সেনাবাহিনী। সোমবার রাতে ম্যাগাজিনে তিন রাউন্ড গুলি ভর্তি পিস্তলটি উদ্ধা করা হয় বলে উজিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুস সালাম জানিয়েছেন।

তিনি জানান, উপজেলার দক্ষিণ শোলক গ্রামের তালুকদার বাসিন্দা মৃত মোকসেদ হোসেনের ছেলে রফিক হাওলাদার মাদক মামলায় ঢাকায় গ্রেপ্তার হয়েছে।

তার স্বীকারোক্তি অনুযায়ী সেনা বাহিনী জানতে পারে রফিকের গ্রামের বাড়ীতে নিজ ঘরে ট্রাংকের মধ্যে পিস্তল লুকানো রয়েছে। ওই তথ্যর ভিত্তিতে সেনাবাহিনীর বরিশাল ক্যাডেট কলেজ ক্যাম্পের একটি দল রফিকের তালাবদ্ধ ঘরে অভিযান করে।

পরে ট্রাংকের মধ্য থেকে ম্যাগাজিন ভর্তি তিন রাউন্ড গুলি সহ পিস্তলটি উদ্ধার করেছে। সেনাবাহিনী ওই অস্ত্র তাদের কাছে হস্তান্তর করেছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top