খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিনে শিশুদের টাইফয়েড জ্বর থেকে সুরক্ষিত রাখতে সড়কজুড়ে শ্লোগান “টাইফয়েড জ্বর প্রতিরোধে, টিকা নেবো দল বেধে” প্রচার করা হয়েছে। ভোলা জেলা তথ্য অফিসের আয়োজনে ২০ অক্টোবর ২০২৫ তারিখে তজুমদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে এই “টাইফয়েড ক্যাম্পেইন-২০২৫” সড়ক প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়।
বাংলাদেশ সরকার ১২ অক্টোবর ২০২৫ থেকে দেশব্যাপী ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদানের কার্যক্রম শুরু করেছে। প্লে-নার্সারি থেকে নবম শ্রেণি বা সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী তাদের নিজ নিজ বিদ্যালয়ে ৩০ অক্টোবরের মধ্যে টিকা পাবেন। এছাড়া বিদ্যালয়ে না যাওয়া ৯ মাস থেকে ১৫ বছরের শিশুরা ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দেশের সকল ইপিআই কেন্দ্রে টিকা নিতে পারবে।
টিকা গ্রহণের জন্য জন্ম নিবন্ধনের ১৭-সংখ্যার তথ্য ব্যবহার করে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে এবং প্রাপ্ত টিকা কার্ড সঙ্গে নিয়ে টিকা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
সড়ক প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে টাইফয়েড প্রতিরোধে সচেতন করা হয় এবং শিশুদের টিকা গ্রহণে উৎসাহিত করার আহ্বান জানানো হয়।