২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল: তৃতীয় দিনের চূড়ান্ত আপিল শুনানি শুরু

নিজস্ব প্রতিনিধি:

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের মতো চূড়ান্ত আপিল শুনানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হয়।

এর আগে বুধবার (২২ অক্টোবর) সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের পক্ষে তার আইনজীবী তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল এবং ১৪তম জাতীয় নির্বাচন থেকে তা কার্যকর করার দাবি নিয়ে শুনানি শেষ করেন।

বুধবারের শুনানিতে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ প্রশ্ন তোলেন—রায়ের মাধ্যমে যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসে, তবে তা সংসদের ক্ষমতার ওপর প্রভাব ফেলবে কি না। এ সময় রিটকারীর আইনজীবী জানান, আসন্ন নির্বাচন ও অন্তর্বর্তী সরকারের সংজ্ঞা সম্পর্কিত বিষয়গুলো রায়ে স্পষ্ট করা প্রয়োজন।

এর আগে গত মঙ্গলবার (২১ অক্টোবর) একই বেঞ্চে প্রথম দিনের মতো আপিল শুনানি শুরু হয়। সেদিন সকালে বদিউল আলম মজুমদারের পক্ষে শুনানি শুরু করেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। এরপর বিএনপি, জামায়াতে ইসলামী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা নিজেদের বক্তব্য উপস্থাপন করেন।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন নিষ্পত্তির পর গত ২৭ আগস্ট আপিলের অনুমতি দেন আপিল বিভাগ। এর পর ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আপিল করেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালে সংবিধানে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা যুক্ত করা হয়। কিন্তু ১৯৯৮ সালে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ তিন আইনজীবী এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দাখিল করেন। ২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্ট রিটটি খারিজ করে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে বৈধ ঘোষণা করে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top