২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে চোলাই মদ ও গাঁজা উদ্ধার, নারীসহ তিনজনের বিরুদ্ধে মামলা

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ, ওয়াশ ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নারীসহ তিনজনের বিরুদ্ধে দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

জেলা ডিএনসির উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ৭টা ও ৮টার দিকে শিবগঞ্জ থানার উত্তর মকিমপুর ও মির্জাপুর বাগানবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১০ লিটার চোলাই মদ, ১০০ লিটার ওয়াশ, এবং ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামি হলেন —
১. মোসা: পাপিয়া বেগম ওরফে পপি (৩৫), স্বামী: মো: রহিম,
২. মো: রহিম (৪২) (পলাতক), পিতা: মৃত আব্দুল হাকিম,
উভয়ের ঠিকানা: উত্তর মকিমপুর, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
৩. মো: সেন্টু রহমান (৪৩), পিতা: মৃত নূর মহাম্মদ ভোলা, ঠিকানা: মির্জাপুর বাগানবাড়ি, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।

অভিযান শেষে পরিদর্শক মো: রফিকুল ইসলাম প্রথম দুই আসামির বিরুদ্ধে এবং উপপরিদর্শক মো: মুস্তাফিজুর রহমান তৃতীয় আসামির বিরুদ্ধে পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেন।

ডিএনসি চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন,

> “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে জেলা ডিএনসি দৃঢ়প্রতিজ্ঞ।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top