২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

১৬ মাসে কোরআনের হাফেজ কক্সবাজারের ওবায়দুল করিম

শাহাব উদ্দিন তুহিম, কক্সবাজার সদর প্রতিনিধি:

কক্সবাজারের বদর মোকাম তা’লীমুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসার নাজরানা বিভাগের ছাত্র মো. ওবায়দুল করিম মাত্র ১৬ মাসে পবিত্র কোরআনের হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে। মাত্র ১৪ বছর বয়সেই মহান আল্লাহর এই বরকতময় নেয়ামত লাভ করায় আনন্দে ভাসছেন তার পরিবার, শিক্ষক ও এলাকাবাসী।

সে মরহুম আহমদ হোসেন ও গৃহিণী আমিনা খাতুনের সন্তান। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাদ যোহর কক্সবাজার সদর থানা সংলগ্ন ঐতিহাসিক বদর মোকাম জামে মসজিদ কমপ্লেক্সে কর্তৃক পরিচালিত বদর মোকাম তা’লীমুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসার আয়োজিত হিফজুল কোরআন সমাপনী অনুষ্ঠানে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ওই অনুষ্ঠানে করিমসহ আরও একজন হাফেজকে ক্রেস্ট দেওয়া হয়।

চার সন্তানের মধ্যে ওবায়দুল করিম সবার ছোট। তার বড় ভাই শাহাব উদ্দিন তুহিম কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ডে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। ছোট ভাইয়ের ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহ ও মেধা দেখে তিনি তাকে বদর মোকাম তা’লীমুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসায় ভর্তি করান। করিম বর্তমানে সেখানেই পড়াশোনা চালিয়ে যাচ্ছে।

করিম ২০১১ সালের ২ নভেম্বর কক্সবাজার পৌরসভার ৪নং ওয়ার্ডের পেশকার পাড়ায় জন্মগ্রহণ করেন। জন্মের আগেই পিতাকে হারান তিনি। বর্তমানে তারা রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামে বসবাস করেন।

ছোট ভাইয়ের এই সাফল্যে আনন্দ প্রকাশ করে শাহাব উদ্দিন তুহিম বলেন, “আমার ছোট ভাই আমাদের স্বপ্ন পূরণ করেছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, আমি তাকে ভবিষ্যতে আল-আজহার বিশ্ববিদ্যালয় বা মাদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনার সুযোগ করে দিতে চাই, ইন শা আল্লাহ।”

কৃতজ্ঞতা ও আনন্দ প্রকাশ করে মা আমিনা খাতুন বলেন, “আলহামদুলিল্লাহ, আমার সন্তান অল্প বয়সেই কোরআনের হাফেজ হতে পেরেছে। এটা আল্লাহর অশেষ রহমত। আমার সন্তানের জন্য সকলের দোয়া কামনা করছি।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top