১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাংলাদেশে এসেছেন মুসলিম বিশ্বের প্রভাবশালী আলেম, পাকিস্তান জমিয়তের সভাপতি মুফতি ফজলুর রহমান

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি:

বাংলাদেশে এসেছেন মুসলিম বিশ্বের প্রভাবশালী আলেম ও জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মুফতি ফজলুর রহমান।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এসময় খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির প্রতিনিধি এবং জমিয়তের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করেন।

তথ্য নিশ্চিত করেছেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি বলেন, ‘শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলনে অংশগ্রহণ করতে ঢাকায় এসেছেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মুফতি ফজলুর রহমান।’

এর আগে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির এবং জমিয়ত সহ সভাপতি মাওলানা আবদুল হামিদ পীর সাহেব মধুপুরি মুফতি ফজলুর রহমান পাকিস্তানির বাসভবনে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সেখানে তাকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top