নিজস্ব প্রতিনিধি:
দিনের চতুর্থ বলেই বিপদে পড়তে বসেছিলেন মুশফিকুর রহিম। ম্যাথিউ হামফ্রেসের জোরালো এলবিডব্লিউ আবেদনে মুহূর্তেই স্তব্ধ হয়ে গিয়েছিল স্টেডিয়ামের পরিবেশ। আম্পায়ার সাড়া না দেওয়ায় রক্ষা পেলেও সমর্থকদের বুক কেঁপে উঠেছিল সে মুহূর্তেই। পরের বলেও ব্যাট এড়িয়ে বল চলে যায় কিপারের গ্লাভসে—দীর্ঘ হলো মুশফিকের অপেক্ষা।
তবে সেই অপেক্ষার অবসান ঘটল পরের ওভারেই। জর্ডান নেইলের ওভারের তৃতীয় বলে শান্ত সিঙ্গেল নেওয়ার সঙ্গে সঙ্গে মাইলফলক স্পর্শ করেন তিনি।
মুশফিকুর রহিম হয়ে যান বিশ্বের একাদশ ব্যাটার, যিনি নিজের শততম টেস্টে সেঞ্চুরি করার অসাধারণ কীর্তি গড়লেন।
বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে আরেকটি উজ্জ্বল অধ্যায় যোগ করলেন দেশের এই নির্ভরযোগ্য ব্যাটার।