নিজস্ব প্রতিনিধি:
নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি আবারও ঘোষণা করেছেন—ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্কে প্রবেশ করলেই তাকে গ্রেপ্তার করা হবে। দায়িত্ব গ্রহণের আগেই তার এই দৃঢ় অবস্থান যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।
বিদায়ী মেয়র এরিক অ্যাডামস সম্প্রতি নেতানিয়াহুর সঙ্গে দেখা করে তাকে মামদানির শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানান। এর কয়েক ঘণ্টা পরই এবিসি৭–কে দেওয়া সাক্ষাৎকারে মামদানি নেতানিয়াহুর বিরুদ্ধে কঠোর মন্তব্য করে বলেন—
“নিউ ইয়র্ক একটি আন্তর্জাতিক আইনের শহর। আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা মানতে হবে—তা নেতানিয়াহু হোক বা পুতিন, কারও ক্ষেত্রেই ছাড় নেই।”
তিনি বলেন, নিউ ইয়র্কবাসী এমন প্রশাসন চায় যারা তাদের সমস্যাকে অগ্রাধিকার দেবে, বিদেশনীতি নিয়ে বিভ্রান্তি নয়।
গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহু ও ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অভিযোগে রয়েছে—
-
গাজায় ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার,
-
নিরীহ মানুষের ওপর হত্যাকাণ্ড,
-
নিপীড়নসহ মানবতাবিরোধী অপরাধ।
সাক্ষাৎকারে মামদানি নিউ ইয়র্কের ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়েও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন—
“ইহুদি নিউ ইয়র্কবাসীদের সুরক্ষা, সম্মান এবং তাদের সংস্কৃতি উদযাপন করা—এটি আমার দায়িত্ব।”
এ বক্তব্যের পর থেকেই মার্কিন রাজনীতিতে তীব্র আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন নতুন মেয়র জোহরান মামদানি।