২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর—রিটের শুনানি শেষে ৪ ডিসেম্বর রায়

নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল–এনসিটি–বিদেশি কোম্পানির কাছে হস্তান্তর প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি শেষে আগামী ৪ ডিসেম্বর রায় ঘোষণার দিন নির্ধারণ করেছে হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ দিন ধার্য করেন। বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন এনসিটি পরিচালনার বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও একটি বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে হওয়া চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে গত ৩০ জুলাই রিট আবেদন করেন।

প্রাথমিক শুনানিতে আদালত রুল জারি করেন এবং ১৯ নভেম্বর থেকে রুলের ওপর বিস্তারিত শুনানি শুরু হয়। ২০ নভেম্বর হাইকোর্ট মৌখিকভাবে চুক্তির সব কার্যক্রম স্থগিত রাখতে সরকারকে নির্দেশ দেন।

রিটের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীনসহ আহসানুল করিম, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

উল্লেখ্য, ২০০৭ সালে নির্মিত এনসিটি টার্মিনালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২ হাজার ৭১২ কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে এবং দেশের অধিকাংশ আমদানি–রপ্তানি কনটেইনার এই টার্মিনাল দিয়েই পরিবহন হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top