নিজস্ব প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওরে ৪ অক্টোবর এক অনুষ্ঠানে ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতার বাউল শিল্পী আবুল সরকারের বিচার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ চলছে; এর মধ্যেই পুরুষ বাউলদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন নারী বাউল শিল্পী হাসিনা সরকার।
তিনি এক ভিডিও বার্তায় দাবি করেছেন, নারী বাউল শিল্পীরা বিছানায় না গেলে তাদের কোনো অনুষ্ঠানে ডাক দেওয়া হয় না এবং তিনি নিজেও এ ধরনের কুপ্রস্তাবের শিকার হয়েছেন।
অভিযোগ করে তিনি বলেন, প্রোগ্রামের জন্য যোগাযোগ করলে পুরুষ বাউলরা বলেন—“যদি খেয়াল রাখতে হয়, কথা শুনতে হবে, যখন ডাকি তখন আসতে হবে,” আর প্রশ্ন করলে ইঙ্গিতপূর্ণ ভাষায় যৌন সম্পর্কের প্রস্তাব দেয়।
হাসিনা সরকার আরও বলেন, “বাউলরা বেডে নেয়, তারপর গান গাওয়ার সুযোগ দেয়—এখন বাউল জগত এ রকম অবস্থায় গেছে।” তিনি জানান, নিজের সম্মান বিক্রি করে প্রোগ্রাম নেওয়ার চেয়ে কাজ না পাওয়া ভালো।
অন্যদিকে, কটূক্তির অভিযোগে সমালোচনায় থাকা আবুল সরকারকে গত বৃহস্পতিবার ভোরে মাদারীপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ এবং তিনি বর্তমানে কারাগারে আছেন।