২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মনোহরদী পৌর এলাকার ১নং ওয়ার্ডে মাওলানা জাহাঙ্গীর আলমের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদী পৌরসভার ১নং ওয়ার্ডের খালের ঘাট এলাকায় আজ ২৮নভেম্বর (শুক্রবার) জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের জন্য এই চিকিৎসা সেবার আয়োজন করা হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও স্থানীয় আয়োজকদের যৌথ উদ্যোগে।

ক্যাম্পে সকাল থেকে বিভিন্ন বয়সী নারী-পুরুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সাধারণ রোগ নির্ণয়, রক্তচাপ পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় প্রেসক্রিপশন প্রদানসহ নানা স্বাস্থ্যসেবা দেওয়া হয়।

এ উদ্যোগ সম্পর্কে নরসিংদী-৪ (মনোহরদী–বেলাবো) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম বলেন— মানুষের পাশে দাঁড়ানো আমাদের অন্যতম দায়িত্ব। অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের ক্যাম্প নিয়মিতভাবে আয়োজন করা হবে, ইনশাআল্লাহ।

স্থানীয় এলাকাবাসী মাওলানা মোঃ জাহাঙ্গীর আলমের এই মানবিক ও কল্যাণমূলক পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। তারা জানান—এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের দুঃসময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্প সফলভাবে পরিচালনায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান আয়োজকরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top