আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী পৌরসভার ১নং ওয়ার্ডের খালের ঘাট এলাকায় আজ ২৮নভেম্বর (শুক্রবার) জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের জন্য এই চিকিৎসা সেবার আয়োজন করা হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও স্থানীয় আয়োজকদের যৌথ উদ্যোগে।
ক্যাম্পে সকাল থেকে বিভিন্ন বয়সী নারী-পুরুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সাধারণ রোগ নির্ণয়, রক্তচাপ পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় প্রেসক্রিপশন প্রদানসহ নানা স্বাস্থ্যসেবা দেওয়া হয়।
এ উদ্যোগ সম্পর্কে নরসিংদী-৪ (মনোহরদী–বেলাবো) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম বলেন— মানুষের পাশে দাঁড়ানো আমাদের অন্যতম দায়িত্ব। অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের ক্যাম্প নিয়মিতভাবে আয়োজন করা হবে, ইনশাআল্লাহ।
স্থানীয় এলাকাবাসী মাওলানা মোঃ জাহাঙ্গীর আলমের এই মানবিক ও কল্যাণমূলক পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। তারা জানান—এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের দুঃসময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্প সফলভাবে পরিচালনায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান আয়োজকরা।