আন্তর্জাতিক ডেস্ক:
শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’র প্রভাবে ভারী বর্ষণ ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র নিশ্চিত করেছে—মৃত ২১২ জন। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ২১৮ জন। রয়টার্স জানিয়েছে—মধ্যাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।
উপড়ে পড়া গাছ ও ভূমিধসে বন্ধ সড়ক পরিষ্কারে উদ্ধারকর্মীরা কাজ করছেন।ডিএমসি জানায়—দেশজুড়ে প্রায় ১০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত।প্রায় দুই লাখ মানুষ আশ্রয় নিয়েছে ১,২৭৫টি আশ্রয়কেন্দ্রে।
শনিবার থেকে কেলানি নদীর পানি বেড়ে কলম্বোর উত্তরাঞ্চল প্লাবিত হয়।বাসিন্দাদের বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।ঘূর্ণিঝড় মূল এলাকা ছাড়লেও উজানের ভারী বর্ষণে নদীতীরবর্তী নিম্নাঞ্চলে নতুন বন্যার আশঙ্কা।
উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন সেনা, নৌ ও বিমানবাহিনীর ২৪ হাজার সদস্য।মাভিল আরু জলাধারের বাঁধ ভেঙে পানি ঢোকার পর হেলিকপ্টারে অন্তত ১২০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।এ ছাড়া প্রায় ২ হাজার মানুষকে উঁচু স্থানে নিরাপদে নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ বলছে—কলম্বোতে পানি নামতে আরও একদিন লাগতে পারে।আবহাওয়া বিভাগ জানিয়েছে—শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে।ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ এখন ভারতের অভিমুখে সরে গেছে।