আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব উড়িয়ে দিলেন পিটিআই সিনেটর খুররম জিশান। তিনি জানিয়েছেন—ইমরান খান জীবিত এবং বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি আছেন।
জিশানের দাবি—ইমরান খানকে আইসোলেশনে রাখা হয়েছে তাকে পাকিস্তান ছাড়ার জন্য চাপ দিতে। সরকার তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ করতে দিচ্ছে না ইমরানের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ভীত হয়ে।
আফগানিস্তানের কয়েকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। জিশান জানান—প্রায় এক মাস ধরে ইমরানের সঙ্গে পরিবার, আইনজীবী বা পিটিআই নেতাদের দেখা করার অনুমতি নেই। একে তিনি মানবাধিকার লঙ্ঘন বলে উল্লেখ করেন।
তিনি বলেন—সরকার ইমরান খানের সঙ্গে গোপন চুক্তির চেষ্টা করছে। প্রস্তাব—দেশ ছেড়ে চলে গেলে শান্তিতে থাকতে দেওয়া হবে এবং নীরব থাকার শর্তে পছন্দের দেশে যাওয়ার অনুমতিও দেওয়া হবে। সিনেটর জিশানের স্পষ্ট বক্তব্য—ইমরান খান এমন নেতা নন যিনি এসব চাপে মাথা নত করবেন।