৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বাংলাদেশের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে না ভারত

‌দেশের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে দোদুল্যমান অবস্থা চলছে। বৈশ্বিক এই টুর্নামেন্ট আগামী অক্টোবরের শুরু থেকেই ১০টি দলকে নিয়ে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই বাংলাদেশে বৈষম্যবিরোধী আন্দোলন ও সরকার পতনের ঘটনা ঘটেছে। তাতে নিরাপত্তার বিষয় নিয়ে কিছুটা চিন্তায় পড়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারতসহ বেশ কয়েকটি অংশগ্রহণকারী দল।

যদিও ইতিবাচক কথা বলা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আশার কথাই শুনিয়েছেন। তবে এর মধ্যেই আইসিসি ভারতকে অনুরোধ করেছিল, ‘বাংলাদেশের বিশ্বকাপ’ তাদের দেশে আয়োজন করতে। কিন্তু সেই প্রস্তাবে রাজি হয়নি ভারতের ক্রিকেট সংস্থা বিসিসিআই। এমনটাই জানিয়েছে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো।

ভারতের কয়েকটি গণমাধ্যমে বাংলাদেশের বিষয় তুলে ধরে বলা হয়েছিল, বিসিবি ভারতকে অনুরোধ করেছে বিশ্বকাপ আয়োজনের জন্য। তবে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, এমন কোনো অনুরোধ ভারতের কাছে করা হয়নি। ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির পক্ষ থেকে বিসিসিআইয়ের সচিব জয় শাহকে টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে বলা হয়েছিল। জয় প্রতি উত্তরে বলেছেন, ‘আমি স্পষ্টভাবে না বলেছি। ঐ সময়ে বর্ষাকাল থাকবে। তাছাড়া আমরা আগামী বছর নারীদের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করব। সুতরাং আমরা একটানা বিশ্বকাপ আয়োজন করতে চাই না এবং এই বিষয়ে আমি কোনো সংকেতও দিতে চাই না।’

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top