১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পেছনে সৌদি: বুশরা

ইমরান খানের স্ত্রী বুশরা এক ভিডিও বার্তায় দাবি করেছেন, পিটিআই প্রতিষ্ঠাতা ইমরানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানোর পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। শুক্রবার (২২ নভেম্বর) জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

২০২২ সালে অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে পিটিআই-এর পেজে বুশরার একটি ভিডিও বার্তা শেয়ার করা হয়েছে। সেখানে বুশরা অভিযোগ করেছেন, যখন ইমরান খান ‘খালি পায়ে’ মদিনায় যায় তখন তৎকালীন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া তাদের কাছ থেকে ‘কল’ পান।

সৌদি কর্মকর্তাদের কথা উল্লেখ করে বুশরা দাবি করেছেন, তারা ইমরান খানের পদক্ষেপ নিয়ে তাদের অসন্তুষ্টির কথা জানান। বুশরার দাবি, বাজওয়াকে সেইসময় জিজ্ঞেস করা হয় যে আপনি কাকে নিয়ে এসেছেন.. এমন ব্যক্তিত্বের লোক আমরা পছন্দ করিনা।

বুশরার অভিযোগ, এরপর থেকে তারা আমাদের বিরুদ্ধে প্রচারণা চালু করে এবং ইমরান খানকে ইহুদির এজেন্ট বলা শুরু করে।

এ ছাড়া গতকালের ভিডিও বার্তায় বুশরা, ইমরান খানের ডাকা আগামী রোববারে ইসলামাবাদে আন্দোলনে পিটিআই সমর্থকদের আসার আহ্বান জানান।

বুশরা বলেছেন, প্রত্যেকের উচিত ২৪ নভেম্বরের বিক্ষোভে যোগ দেওয়া। কোনো শর্তেই আন্দোলনের এই তারিখ পরিবর্তন হবে না।

ভিডিও বার্তায় বুশরা বলেছেন, আমাদের বিক্ষোভ আইন ও সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে। আইন অনুযায়ী শান্তিপূর্ণ প্রতিবাদ করতে কাউকে বাধা দেওয়া যাবে না।

এদিকে ইমরান খানকে ক্ষমতাচ্যুত নিয়ে সৌদি আরবের বিরুদ্ধে অভিযোগ করায় বুশরা বিবির কড়া সমালোচনা করেছেন পাকিস্তান সরকারের কর্মকর্তারা। তারা বুশরার এমন বিবৃতিতে ‘আত্মঘাতী হামলা’ হিসেবে উল্লেখ করেছেন। এই বিবৃতির ফলে পাকিস্তান ও সৌদি আরবের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে প্রভাব পড়বে বলে জানান পাকিস্তানের সরকারি কর্মকর্তারা।

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top