২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রমজান, ১৪৪৬ হিজরি

বিজয় দিবসে শেষ ওভারে হাসান ম্যাজিকে রুদ্ধশ্বাস জয় বাংলাদেশের

ক্যারিবিয়ান অধিনায়ক রভম্যান পাওয়েল সোমবার (১৬ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠান । সৌম্য সরকারের সঙ্গে শেষ দিকে শামিম পাটোয়ারীর ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে বাংলাদেশ।

সৌম্য ৩২ বলে ৪৩ ও শামিম ১৩ বলে ২৭ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আকিল হোসেন ও ওবেড ম্যাকই নেন ২টি করে উইকেট।

১৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ২ রানেই জোড়া উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ৫ বলে ১ রান করে ব্রান্ডন কিং ও ৬ বলে ১ করে নিকোলাস পুরান আউট হন।

এরপর রস্টন চেস ও জনসন চার্লস মিলে শুরুর ধাক্কা সামাল দেওয়া চেষ্টা করেন। তবে ৩৩ রানে ১২ বলে ২০ রান করা জনসনকে আউট করে বাংলাদেশকে ফের সাফল্য এনে দেন মেহেদি হাসান।

এরপর ২৮ রান যোগ করতেই আরও চার উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। চেস ৭, গুড়াকেশ মোটেই ৬, আকিল হোসেন ২ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান আন্দ্রে ফ্লেচার।

একপ্রান্তে উইকেট হারলেও অন্যপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান অধিনায়ক রভম্যান পাওয়েল। আগ্রাসী ব্যাটিংয়ে রান তুলতে থাকেন তিনি। তাকে ভালো সঙ্গ দেন রোমারিও শেফার্ড। মারমুখী ব্যাটিংয়ে ২৮ বলে ফিফটি তুলে নেন পাওয়েল।

শেফার্ডকে নিয়ে ৬৭ রানের জুটি গড়েন পাওয়েল। তবে দলীয় ১২৮ রানে ১৭ বলে ২২ রান করে আউট হন শেফার্ড। এরপরও ম্যাচ ছিল ওয়েস্ট ইন্ডিজের নিয়ন্ত্রণে। শেষ ওভারে জয় থেকে ৯ রান দূরে থাকতে আউট হন পাওয়েল। ৩৫ বলে ৬০ রান করেন তিনি।

পাওয়ালকে আউট করে বাংলাদেশকে আশা দেখান হাসান মাহমুদ। এরপর আলজারি জোসেফকে বোল্ড করেন হাসান। এতেই ১৪০ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ৭ রানের জয় পায় বাংলাদেশ। টাইগারদের পক্ষে মেহেদি হাসান ৪টি ও তাসকিন-হাসান নেন ২টি করে উইকেট।

 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

র‌্যাব, ম্যাজিস্ট্রেট ও ছাত্র পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতি

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি: রাজধানীর ধানমন্ডিতে ‘অলংকার নিকেতন জুয়েলার্সের’ মালিক এম এ হান্নান আজাদের বাসায় র‌্যাব, ম্যাজিস্ট্রেট ও ছাত্র পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

সিরাজগঞ্জের তাড়াশে চার হাজার কেজি ভিজিএফের চাল জব্দ

সোহাগ হোসেন,তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নে অসহায় ও হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ঈদুল ফিতরের উপহার (ভিজিএফ) চাল বিতরণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সাথে

ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ এ বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন,

মুন্সিগঞ্জে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণচেষ্টা

তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ মুন্সিগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় আবুল হোসেন ( ৫৫) নামে এক ধর্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মুন্সিগঞ্জ

Scroll to Top