১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

প্রবীণ বয়সকে তোয়াক্কা না করে বৃদ্ধ বয়সেই প্রনয় শরিফুল ইসলামের

মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে ৬৬ বছরের বৃদ্ধ শরিফুল ইসলামকে বিয়ে করছেন ২৩ বছর বয়সী কলেজছাত্রী আইরিন আক্তার। এই অসম বয়সের বিয়েটি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দক্ষিণ কোটতলি এলাকায় ঘটে।

আইরিন আক্তার, যিনি বর্তমানে টাঙ্গাইলের একটি নার্সিং কলেজে পড়াশোনা করছেন, দীর্ঘদিন ধরে শরিফুল ইসলামের সাথে পরিচিত ছিলেন। শরিফুল ইসলাম তার পড়াশোনার খরচ বহন করতেন এবং ব্যাংকে ছয় লাখ টাকা ডিপোজিট করে আইরিনের মাসিক খরচ চালান। আইরিন আক্তার নিজেই জানিয়েছেন, তিনি সজ্ঞানভাবেই শরিফুল ইসলামকে বিয়ে করেছেন এবং তাকে তার জীবনের বন্ধু মনে করেন।

আইরিনের পরিবার আর্থিকভাবে কিছুটা অসচ্ছল, তবে তাদের পারস্পরিক সম্মতিতেই বিয়ে হয়েছে। যদিও আইরিনের বাবা প্রথমে রাজি ছিলেন না, তবে পরে ভাই ও মা এসে বিয়ের ব্যবস্থা করেন।

বৃদ্ধ শরিফুল ইসলাম জানিয়েছেন, আইরিন ছোট থেকেই মেধাবী এবং তিনি তার পড়াশোনায় সহায়তা করছেন। যদিও প্রথমে তিনি চমকে গিয়েছিলেন, তবে আইরিনের ইচ্ছের প্রতি সম্মান জানিয়ে তিনি বিয়েতে রাজি হয়েছেন।

এই খবরটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মতে, এটি একটি অস্বাভাবিক, কিন্তু পারস্পরিক সম্মতির সম্পর্কের উদাহরণ। আইরিন ও শরিফুল ইসলাম তাদের দাম্পত্য জীবন সুখী ও শান্তিপূর্ণ হোক এমনটাই সকলের দোয়া চেয়েছেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ভারতে মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার আহবান বাংলাদেশের

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি: ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর ভারতের চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি ভারতের সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ

গাজায় ইসরাইলের বিমান হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৩৭

নিজস্ব প্রতিবেদক: ইসরাইলের বিমান হামলায় গাজায় গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগই বাস্তুচ্যুত ফিলিস্তিনি। গাজার একটি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে।

পুলিশ পরিদর্শক মামুন হত্যা: আরাভ খানসহ ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানসহ আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ

৯ দফায় একমত ইসলামী সমমাননা দলসমূহ

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ দেশের চলমান পরিস্থিতি নিয়ে সমমনা ইসলামী দলসমূহের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে ৯ দফা প্রস্তাবনায় ঐকমত্য প্রকাশ করেছে দলসমূহের নেতারা। বুধবার

Scroll to Top