১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

গাজার প্রতি সমর্থনে পাকিস্তানে লাখো মানুষের বিক্ষোভ ও র‌্যালি

নিজস্ব প্রতিবেদক:

ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি সমর্থন জানাতে এবং ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে পাকিস্তানে লাখো মানুষ রাস্তায় নেমেছে। ‘মার্চ ফর গাজা’ নামে আয়োজিত এই বিশাল বিক্ষোভ ও র‌্যালিতে ফিলিস্তিনের পতাকা এবং হামাস নেতাদের ছবি বহন করে জনগণ ইসরাইলের যুদ্ধ অপরাধের নিন্দা জানান।

প্রতিবেদন অনুযায়ী, রোববার (১৪ এপ্রিল) করাচির শাহরা-এ-ফয়সাল সড়কে আয়োজিত ‘গাজা সংহতি মার্চ’ নামের এই বিক্ষোভে লাখো মানুষ অংশ নিয়েছেন। এতে পাকিস্তানের মুসলিম, খ্রিস্টান এবং হিন্দু সম্প্রদায়ের সদস্যরা একযোগে অংশ নিয়ে গাজাবাসীদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।

বিক্ষোভকারীরা গাজায় ইসরাইলের হামলার প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন— “লাব্বাইক ইয়া গাজা” (গাজা, আমরা আছি) এবং “লাব্বাইক ইয়া আকসা” (আল-আকসা, আমরা আছি)। এ সময়, রাস্তায় ফিলিস্তিনের পতাকা উড়িয়ে, নিহত ফিলিস্তিনি শিশুদের স্মরণে সাদা কাফনে মোড়ানো পুতুলও রাখা হয়, যা উপস্থিত জনতাকে আবেগতাড়িত করে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই বিক্ষোভে জামায়াতে ইসলামি দলের নেতা হাফেজ নাঈম-উর-রহমানসহ শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। অনেকেই ‘মুক্তি না হলে শহীদ’ পোস্টার বহন করে প্রতিবাদ জানান।

এছাড়াও, একই দিন পাকিস্তানে ইসলামপন্থি দল জমিয়াতে উলামা ইসলাম (জেইউআই) আয়োজিত ফিলিস্তিন সংহতি সম্মেলনে দলটির প্রধান মাওলানা ফজল-উর-রহমান ইসরাইলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে অভিহিত করে, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি ইউরোপীয় দেশকে ইসরাইলের যুদ্ধ অপরাধে সহযোগিতা দেওয়ার জন্য সমালোচনা করেন।

এদিকে, ২০২৩ সালের অক্টোবর মাসে ইসরাইল গাজায় যুদ্ধ শুরু করার পর, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এ পর্যন্ত ৫১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ভারতে মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার আহবান বাংলাদেশের

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি: ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর ভারতের চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি ভারতের সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ

গাজায় ইসরাইলের বিমান হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৩৭

নিজস্ব প্রতিবেদক: ইসরাইলের বিমান হামলায় গাজায় গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগই বাস্তুচ্যুত ফিলিস্তিনি। গাজার একটি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে।

বিদেশি শিক্ষার্থীদের তথ্য না দিলে হার্ভার্ডের অনুমোদন বাতিলের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক: বিদেশি শিক্ষার্থীদের ভিসা সংক্রান্ত তথ্য সরবরাহে ব্যর্থ হলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থী ভর্তি করার অনুমোদন বাতিল করা হবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। বার্তা

পুলিশ পরিদর্শক মামুন হত্যা: আরাভ খানসহ ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানসহ আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ

Scroll to Top