২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা রজব, ১৪৪৭ হিজরি

সবধরনের বাণিজ্যিক কার্যক্রম মসজিদে নিষিদ্ধ করলো কুয়েত

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত মসজিদে বিভিন্ন কোম্পানি ও ব্যাংকের বাণিজ্যিক প্রচার ও কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। সম্প্রতি দেশটির আওকাফ মন্ত্রণালয় এ সংক্রান্ত ফতোয়া জারি করেছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, কুয়েতের বিভিন্ন কোম্পানি ও ব্যাংক তাদের প্রচার-প্রসারের জন্য মসজিদে মুসল্লিদের বিনামূল্যে পণ্য ও সেবা সরবরাহ করতো। এসবের মধ্যে থাকতো খাদ্য ও পানীয়র ব্যবস্থা থেকে শুরু করে এয়ার কন্ডিশনার (এসি) ও তোষক সরবরাহের মতো সুবিধা।

সরকারি ওয়েবসাইট ও টেলিফোন কলের মাধ্যমে এই আইনি ফতোয়া সম্পর্কে সবাইকে জানিয়েছে কুয়েতের তাওয়াফ মন্ত্রণালয়। তবে এই ফতোয়া কীভাবে কার্যকর করা হবে, সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানায়নি মন্ত্রণালয়।

নতুন এই নিষেধাজ্ঞা কুয়েতে বসবাসরত ৩৩ লাখেরও বেশি প্রবাসীর ওপর প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ তারা প্রায় সময়ই মসজিদে খাদ্য ও পানির মতো সুবিধা পেয়ে থাকে, যা কোনো না কোনা কোম্পানি বা দাতব্য সংস্থা স্পনসর করে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top