নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর নয়াপল্টনে অবস্থিত শারমিন একাডেমি নামের একটি স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় স্কুলটির ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে মিরপুর এলাকার একটি বাসা থেকে পল্টন থানা পুলিশ তাকে আটক করে। মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত রোববার (১৮ জানুয়ারি) নয়াপল্টনের মসজিদ রোডে অবস্থিত শারমিন একাডেমিতে একটি শিশুকে শারীরিকভাবে নির্যাতনের ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
ভিডিওতে স্কুলের একটি কক্ষে এক শিশুর সঙ্গে শারীরিক ও মানসিক নির্যাতনের দৃশ্য দেখা যায়। এতে একজন নারী ও একজন পুরুষের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় বলে জানায় পুলিশ।
ঘটনার পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) শিশুটির মা পল্টন মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় শারমিন কিন্ডারগার্টেন একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক শারমিন জাহান এবং ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে আসামি করা হয়েছে। তারা স্বামী-স্ত্রী বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।