৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা করলেন আলোচিত ফারজানা সিঁথি

 সৈয়দ মাকসুমুল হক চৌধুরী সিয়ামঃ

ধর্ষণের হুমকি পাওয়ায় মামলা করেছেন কোটা সংস্কার আন্দোলনের অগ্নিকন্যা হিসেবে পরিচিতি পাওয়া ফারজানা সিঁথি। মঙ্গলবার (১১ মার্চ) রাতে শেরে বাংলা নগর থানায় এ মামলা করেন তিনি।
জানা গেছে, খালেদ মাহমুদ হৃদয় খান নামের এক কন্টেন্ট ক্রিয়েটরের কাছ থেকে তিনি ধর্ষণের হুমকি পান। পরবর্তীতে অনিরাপদ বোধ থেকে তিনি হুমকি ও মানহানির জন্য এ মামলা দায়ের করেন।
মামলা করার বিষয়ে ফারজানা সিঁথি বলেন, প্রকাশ্যে আমাকে একজন ধর্ষণের হুমকি দিয়েছেন। দেশের এই অরাজকতার ভেতরে আমি অনিরাপদ বোধ করছি। এ অবস্থায় সাধারণ মানুষ হিসেবে রেপ থ্রেট আমার জন্য একটা বড় হুমকি। তাই এ মামলা দায়ের করেছি।

তিনি আরো বলেন, আমাকে যে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিয়েছে তার নাম খালেদ মাহমুদ হৃদয় খান। উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। ওনাকে আপনারা চিনবেন, সম্প্রতি সাভার থানা তাকে গ্রেপ্তার করেছে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির জন্য। আমি তার নামে একটি এফআইআর দায়ের করেছি ধর্ষণের হুমকি ও মানহানির জন্য। যারা মেয়েদের উত্ত্যক্ত করে সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, তাদের সবাইকে আইনের আওতায় আনা উচিত।

প্রসঙ্গত, পাগলের বেশ ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বানিয়ে নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গি ও মন্তব্য ছড়ানোর অভিযোগে খালিদ মাহমুদ হৃদয় খান নামের এই কন্টেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে সাভার থানা-পুলিশ।

পুলিশ জানায়, খালিদ মাহমুদ হৃদয় খান ফেসবুকে ভিডিও পোস্ট করতেন, যেখানে তিনি মানসিক রোগীর অভিনয় করে মেয়েদের হিজাব না পরার কারণে অশালীন মন্তব্য করতেন। এসব ভিডিওতে তিনি কখনো বলতেন, ‘হিজাব না পরলে ধর্ষিত হবেন’, আবার কখনো কম বয়সী মেয়েদের উদ্দেশ্য করে কটূক্তি করতেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top