২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫৩ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক:

গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৬১ জন নিহত হয়েছেন। একইদিন উত্তরাঞ্চলের জাবালিয়ায় আল–তাওবাহ চিকিৎসাকেন্দ্রে হামলায় আরও ১৫ জন প্রাণ হারিয়েছেন। এ হামলায় বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা ৫৩ হাজার ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন অন্তত এক লাখ ১৯ হাজার ৯১৯ জন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

ইসরায়েলি বাহিনীর টানা হামলায় গাজায় অন্তত তিনটি হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এর মধ্যে রয়েছে জাবালিয়ার আল–আওদা হাসপাতাল, খান ইউনিসের ইন্দোনেশিয়ান হাসপাতাল এবং ইউরোপীয়ান হাসপাতাল।

গাজার দেইর এল বালাহ এলাকা থেকে আলজাজিরার সংবাদদাতা তারেক আল আজৌম জানান, ইসরায়েল আবাসিক এলাকায়ও নির্বিচারে বিমান হামলা চালাচ্ছে। খান ইউনিসে অন্তত নয়টি বাড়িতে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই হামলা চালানো হয়েছে।

এদিকে হামাস এক বিবৃতিতে জানিয়েছে, দোহায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি এবং কাতার ও মিসরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও ইসরায়েল মরিয়া আচরণ করছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরাইলের মাটিতে হামলা চালায়, যাতে প্রায় ১,১৩৯ জন নিহত হন এবং ২০০ জনের বেশি মানুষকে জিম্মি করে গাজায় নেওয়া হয়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় নির্বিচারে হামলা শুরু করে।

গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের মতে, নিহতের প্রকৃত সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে, কারণ ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ থাকা হাজারো মানুষকে মৃত বলে বিবেচনা করা হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top