নিজস্ব প্রতিনিধি:
উত্তরার মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২১ জুলাই) এক শোকবার্তায় তিনি এ দুর্ঘটনাকে “জাতির জন্য গভীর বেদনার মুহূর্ত” আখ্যায়িত করেন।
ড. ইউনূস বলেন, “বিমানসেনা, স্কুলের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও অভিভাবকদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়।” তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
প্রধান উপদেষ্টা সরকারের পক্ষ থেকে দুর্ঘটনার তদন্ত ও ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন। তার বিবৃতিতে বলা হয়, “দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, সোমবার দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল সংলগ্ন এলাকায় বিধ্বস্ত হয়। এ ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।