২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৭ হিজরি

আগে ১ লাখ টাকা ঘুস নিলে এখন নিচ্ছে ৫ লাখ: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিনিধি:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে সুশাসন ও নিয়ন্ত্রণের মারাত্মক অভাবের কথা উল্লেখ করে বলেছেন, “বর্তমানে দেশের কোথাও কোনো সুশাসন বা নিয়ন্ত্রণ নেই। আগে একজন ব্যবসায়ীকে এক লাখ টাকা ঘুষ দিতে হতো, এখন সেই একই কাজের জন্য তাকে পাঁচ লাখ টাকা দিতে হচ্ছে। পুলিশ বিভাগেও কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যায়নি।”

শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ড. হোসেন জিল্লুর রহমানের লেখা বই ‘অর্থনীতি শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’-এর প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। ড. হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ ড. সালেহউদ্দিন আহমেদ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সংস্কার প্রক্রিয়া সম্পর্কে বলেন, “রাতারাতি সংস্কার করা সম্ভব নয়, এজন্য সময়ের প্রয়োজন। তবে গণতান্ত্রিক চর্চা বন্ধ করে বসে থাকা যাবে না। কোনো কিছু জোরপূর্বক চাপিয়ে দেওয়ার পরিবর্তে দ্রুততম সময়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে যেতে হবে। জনগণের প্রতিনিধিদের সংসদে পাঠিয়েই প্রকৃত সংস্কার সম্ভব।”

তিনি আন্তর্জাতিক প্রেক্ষাপটের প্রসঙ্গ টেনে বলেন, “মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নীতি আমাদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে।” তবে তিনি আশাবাদ ব্যক্ত করে যোগ করেন, “রাজনৈতিক দলগুলোকে দেশের উন্নয়ন ও জনস্বার্থে সবসময় ইতিবাচক ভূমিকা রাখতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনদের সাথে আলোচনায় তিনি সুশাসন প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তার মতে, জনগণের অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টাই কেবল দেশকে সত্যিকারের উন্নয়নের পথে এগিয়ে নিতে পারে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top