৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই সফর, ১৪৪৭ হিজরি

মোহাম্মদপুরে কিশোর গ্যাং ও মাদক কারবারিদের সমর্থনে ওসির পক্ষে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি:

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখারের পক্ষে এক অপ্রত্যাশিত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে, যেখানে স্থানীয় কিশোর গ্যাং সদস্য ও শীর্ষ মাদক কারবারিরা অংশ নিয়েছে। গত ২৫ জুলাই একদল ছাত্র-জনতা ওসির অপসারণ দাবি করে বিক্ষোভ করলেও, সোমবার (২৮ জুলাই) টাউন হল জান্নাত হোটেলের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে দেখা গেছে সম্পূর্ণ বিপরীত চিত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, মানববন্ধনে জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি ইকবাল (উপাধি কসাই ইকবাল), বিল্লাল ইকবালের ভাই, মমতাজ আশরাফী (বুনিয়া সোহেলের আত্মীয়), চুয়া সেলিমের শ্যালক খোকন, চারকু ইরফানসহ বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। এছাড়াও কবজি কাটা গ্রুপের সদস্য হাত ভাঙা রাকিব, ফাহাদ ও নীরব নামের কিশোর গ্যাং সদস্যরাও এই সমর্থন সমাবেশে অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, ওসি ইফতেখারের বিরুদ্ধে ছড়ানো অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। মমতাজ আশরাফী বলেন, “পুলিশ জনগণের বন্ধু। তাদের কাজে ত্রুটি থাকলে সেটি তদন্ত হবে, কিন্তু মিথ্যা অপবাদ দেওয়া চলবে না।” ল্যাংড়া বেচু নামের এক ব্যক্তি বলেন, “ওসি সাহেব ভালো মানুষ, আমরা তাকে এই থানায় চাই।”

উল্লেখ্য, গত বিক্ষোভে স্থানীয়রা অভিযোগ করেছিলেন যে ওসি ইফতেখার কিশোর গ্যাং ও চাঁদাবাজি চক্রের সঙ্গে জড়িত। সম্প্রতি থানা এলাকা থেকে ১০ লাখ টাকা মূল্যের হেরোইন জব্দ করা সত্ত্বেও কোনো মামলা না হওয়ায় তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনায় বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মানববন্ধনে অংশ নেওয়া বেশ কয়েকজনের বিরুদ্ধে মাদক ও অন্যান্য মামলা রয়েছে। বিশেষ করে ইকবাল, মমতাজ আশরাফী ও চারকু ইরফানের নাম মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশ রেকর্ডে রয়েছে। এ ঘটনায় ওসির ভূমিকা ও থানার কর্মকাণ্ড নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে বলে জানান স্থানীয় সচেতন মহল।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top