৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই সফর, ১৪৪৭ হিজরি

জুলাই অভ্যুত্থান বর্ষপূর্তিতে ঢাকায় যান চলাচলে বিধিনিষেধ

নিজস্ব প্রতিনিধি:

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ঢাকার শাহবাগ ও শহীদ মিনার এলাকায় যান চলাচল সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামীকাল রোববার (৩ আগস্ট) ছাত্রদলের ‘ছাত্র সমাবেশ’ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই ঘোষণাপত্র ও সনদ’ দাবির জনসমাবেশের কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে ছাত্রদলের সমাবেশ এবং বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহীদ মিনারে এনসিপির সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পীগোষ্ঠীর ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান চলমান থাকবে। এসব অনুষ্ঠানে প্রচুর জনসমাগমের কারণে সংশ্লিষ্ট এলাকায় যানবাহন চলাচল সীমিত করা হয়েছে।

ডিএমপি বিকল্প পথ হিসেবে হেয়ার রোড, মিন্টু রোড, নীলক্ষেত, পলাশী ও বাংলামোটর রোড ব্যবহারের পরামর্শ দিয়েছে। বিশেষ করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাঁটাবন মোড়, মৎস্য ভবন মোড়, টিএসসি/রাজু ভাস্কর্য এবং শহীদ মিনার সংলগ্ন রাস্তাগুলো এড়িয়ে চলতে বলা হয়েছে।

এদিন ঢাকার বিভিন্ন কেন্দ্রে এইচএসসি/সমমান ও বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। ডিএমপি নাগরিকদের সহযোগিতা কামনা করে জানিয়েছে, নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top