৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই সফর, ১৪৪৭ হিজরি

সুমাইয়া জাফরিন’ নামে কোনো এএসপি নেই: পুলিশ সদর দপ্তরের বিবৃতি

নিজস্ব প্রতিনিধি:

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের জবাবে পুলিশ সদর দপ্তর স্পষ্ট করে জানিয়েছে, বাংলাদেশ পুলিশে ‘সুমাইয়া জাফরিন’ নামে কোনো নারী সহকারী পুলিশ সুপার (এএসপি) কর্মরত নেই। শনিবার পুলিশ সদর দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি ফেসবুক, টিকটকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে একজন নারীকে বাংলাদেশ পুলিশের এএসপি হিসেবে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। পুলিশ কর্তৃপক্ষ নাগরিকদের বিভ্রান্তি দূর করতে জানাচ্ছে যে, বর্তমানে পুলিশ বাহিনীর কোনো স্তরেই এই নামে কোনো কর্মকর্তা নেই।

পুলিশ সদর দপ্তর জনগণকে সতর্ক করে দিয়ে বলেছে, যাচাই-বাছাই না করে এ ধরনের ভুয়া তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানানো হয়েছে। এ ধরনের গুজব ছড়ানো ও পুলিশের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top