৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই সফর, ১৪৪৭ হিজরি

নৌ ও বিমানবাহিনীর পদোন্নতিতে প্রধান উপদেষ্টার নির্দেশ: যোগ্যতা ও নৈতিকতাকে প্রাধান্য

নিজস্ব প্রতিনিধি:

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নৌ ও বিমানবাহিনীর জন্য দেশপ্রেমিক, মেধাবী ও নৈতিক গুণসম্পন্ন যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার নির্দেশ দিয়েছেন। রোববার নৌবাহিনী সদর দপ্তরে ‘নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই পর্ষদ নৌবাহিনীর ক্যাপ্টেন থেকে কমডোর, কমান্ডার থেকে ক্যাপ্টেন এবং লেফটেন্যান্ট কমান্ডার থেকে কমান্ডার পদে; বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন থেকে এয়ার কমডোর, উইং কমান্ডার থেকে গ্রুপ ক্যাপ্টেন এবং স্কোয়াড্রন লিডার থেকে উইং কমান্ডার পদে যোগ্য কর্মকর্তা নির্বাচন করবে।

অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান উপদেষ্টা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ সেনাসদস্য ও জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন। তিনি নৌ ও বিমানবাহিনীর গৌরবময় ইতিহাস, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ভূমিকা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় অবদানের প্রশংসা করেন।

ড. ইউনূস সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা, গভীর সমুদ্রবন্দর উন্নয়ন ও সুনীল অর্থনীতির প্রসারে নৌবাহিনীর ভূমিকা এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (MIDA) গঠনের মতো উদ্যোগের কথা উল্লেখ করেন। তিনি সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও শিক্ষাখাতে তাদের অবদানেরও স্বীকৃতি দেন।

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান উপদেষ্টার উপস্থিতিকে নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন। তারা নিশ্চিত করেন যে দেশপ্রেম, পেশাদারিত্ব ও নৈতিকতাকে প্রাধান্য দিয়ে সর্বোত্তম কর্মকর্তাদেরই পদোন্নতি দেওয়া হবে।

অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা নৌবাহিনী সদর দপ্তরে একটি গাছ রোপণ করেন, যা নৌ-বিমানবাহিনী ও বাংলাদেশের সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top