নিজস্ব প্রতিনিধি:
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া বাণীতে বলেছেন, “২০২৪ সালের এই দিনে বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র-শ্রমিক-জনতার সম্মিলিত প্রতিরোধ চূড়ান্ত বিজয় অর্জন করেছিল।” মঙ্গলবার (৫ আগস্ট) ঐতিহাসিক এ দিনে তিনি দেশের মুক্তিকামী জনতাকে আন্তরিক শুভেচ্ছা জানান।
রাষ্ট্রপতি তার বাণীতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে বলেন, “যারা দেশকে স্বৈরাচারমুক্ত করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, আমি তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আহত, পঙ্গুত্ববরণকারী ও দৃষ্টিশক্তি হারানো সব জুলাই যোদ্ধার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। শহীদ পরিবার ও আহতদের ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব।”
তিনি জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট ব্যাখ্যা করে বলেন, “এটি ছিল দীর্ঘদিনের বঞ্চনা, দুর্নীতি, গুম-খুন, ভোটাধিকার হরণ এবং নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্মের ক্ষোভের বিস্ফোরণ। এর মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান ঘটিয়ে প্রকৃত গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা করা।”
রাষ্ট্রপতি বলেন, “বর্তমানে রাষ্ট্র একটি ব্যাপক সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে। জুলাইয়ের চেতনার আলোকে ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে ফ্যাসিবাদের সম্পূর্ণ উৎখাত জরুরি। আমি আশা করি, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণের মাধ্যমে একটি সাম্যভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে।”
তিনি জুলাই গণঅভ্যুত্থান দিবসের সব কর্মসূচির সাফল্য কামনা করেন এবং নতুন বাংলাদেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।