নিজস্ব প্রতিনিধি:
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষের ঘটনা ঘটে। জুলাই সনদ স্বাক্ষর ইস্যুতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আন্দোলনকারীদের সরে যেতে বাধ্য করে।
সকালের দিক থেকেই জুলাই যোদ্ধারা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জড়ো হয়ে অবস্থান নেন। এক পর্যায়ে তারা সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। ভেতরে থাকা অন্য আন্দোলনকারীরাও তখন বাইরে বেরিয়ে আসেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের সংসদ ভবন এলাকা থেকে সরিয়ে দেয়।
সংঘর্ষের সময় আন্দোলনকারীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন, যার মধ্যে দুটি পুলিশের গাড়ি ছিল। পুলিশের ধাওয়ার মুখে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে আন্দোলনকারীরা কিছুটা পিছু হটলেও দূর থেকে ইট-পাটকেল নিক্ষেপ অব্যাহত রাখে।
উল্লেখ্য, আজই অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রতীক্ষিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই ঐতিহাসিক অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এনসিপি দল অনুষ্ঠানে অংশ নিচ্ছে না।