২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

রাজবাড়ী সরকারী কলেজ শিক্ষককে হেনস্থা-শিক্ষক সমিতির সম্পাদকের বিরুদ্ধে মানববন্ধন

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আজাদুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্থা করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি করেছে কলেজের শিক্ষার্থীরা।

রবিবার সকাল ১১ টার দিকে রাজবাড়ী সরকারী কলেজের শিক্ষার্থীদের আয়োজনে কলেজ চত্তরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জিহাদ হাসান, রাফি চৌধুরী, অপু বিশ্বাস, শেখ পিয়াল, খন্দকার মাহিন, নাইম শেখ, নিহা ও শায়লা রেজা ঐশী প্রমুখ।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, এর আগেও আরো তিন জন শিক্ষকের গায়ে হাত তুলেছেন, তাদের শারিরীক নির্যাতন করেছেন সরকারী কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোস্তফা কামাল।

গত ১৫ অক্টোবর বিকালে ওই শিক্ষক (মোস্তফা কামাল) সরকারী কলেজের একাডেমিক ভবনের নিচতলায় সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আজাদুর রহমানকে শারীরিকভাবে আঘাত করেছেন। তিনি এ কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হওয়ায় ক্ষমতার প্রভাব খাটিয়ে তিনি বার বার শিক্ষকদের শারিরীক ভাবে হেনস্থা ও মারপিট করে আসছেন। তাকে মারধর করে শার্টের কলার ধরে হেনস্থা করা হয়েছে। একজন শিক্ষক হয়ে আরেকজন শিক্ষকের গায়ে হাত তোলায়, তাকে অপমান করায় আমরা দোষী কলেজ শিক্ষক মোস্তফা কামালের বহিস্কারের দাবী জানাই। সেই সাথে হেনস্থার শিকার শিক্ষকের কাছে ক্ষমা চাইতে হবে বলে দাবী করে শিক্ষার্থীরা। এদিকে শিক্ষককে শারিরীকভাবে হেনস্থা ও মারপিট করার কারণে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যপক মোস্তফা কামালের বিরুদ্ধে  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। এ কমিটি রবিবার কলেজের সকল শিক্ষকদের নিয়ে তদন্ত করেছেন।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা তদন্ত কমিটির সভা কক্ষে গিয়ে ২৪ ঘন্টার মধ্যে দোষী শিক্ষক মোস্তফা কামালের শাস্তি ও বহিষ্কারের দাবী করেন। এসময় তদন্ত কমিটির প্রদান তাদের  তদন্ত রিপোর্ট শিক্ষা অধিদপ্তরে পাঠাবেন বলে জানান।

তদন্ত  কমিটির প্রধান হিসেবে ছিলেন,  মাউসির উপ- পরিচালক মোঃ শওকত হোসেন। এসময় উপস্থিত ছিলেন, মাউসির ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর কবির মোঃ নুরুজ্জামান, রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ইকরামুল করিম, সরকারী রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ওবায়দুর রহমান।

অপরদিকে, রবিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে হামলাকারী সহযোগী অধ্যাপক মোস্তফা কামালের শাস্তির দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।

এসময় শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন, শাহিদুল মন্ডল, আঃ আজিজ, জিয়া খান, মজিবর রহমান, শাহিদুল গাজী, লোকমান পাটোয়ারী, রাজিব খান প্রমুখ।

বক্তারা বলেন, রাজবাড়ী সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক একেএম আজাদুর রহমানকে কলার ধরে টেনে মারধর সহ শারিরিক ভাবে লাঞ্ছিত করেছে একই কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোস্তফা কামাল। তিনি এরআগে তাপস দত্ত, জাহাঙ্গীর আলম, মাহবুবুর রহমানকেও মারপিট করেছে। আমরা দ্রুত হামলাকারীর দ্রুত শাস্তির আওতায় আনার দাবী জানাচ্ছি।

উল্লেখ্য, রাজবাড়ী সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক এ কে এম আজাদুর রহমানকে দুপুরে পরীক্ষার ডিউটি চলাকালে ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক কুতুব উদ্দিনকে ইসলামের ইতিহাস বিভাগের এক শিক্ষক ধাক্কা দিয়ে ফেলেন। পরে কুতুব উদ্দিন অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দেয়ার সিদ্ধান্ত নেন। অভিযোগ লিখে কম্পিউটারে প্রিন্ট করতে গেলে গত বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে কলেজের সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান ও কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল এসে তাকে (আজাদুর) কলার ধরে নিচে টেনে নিয়ে গিয়ে কিল-ঘুষি মারেন। এতে তার ঘাড়, চোখ ও মুখে আঘাত লাগে। সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top