১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

গাজার হাসপাতালে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংস জরুরি বিভাগ

নিজস্ব প্রতিবেদক:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি প্রধান হাসপাতালে ইসরাইলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে হাসপাতালটির জরুরি ও অভ্যর্থনা বিভাগ ধ্বংস হয়ে গেছে এবং অন্যান্য কাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। খবর আরব নিউজের।

রোববার (১৩ এপ্রিল) আল-আহলি আরব ব্যাপটিস্ট হাসপাতালে এ হামলার পর স্বাস্থ্য কর্মকর্তারা রোগীদের ভবন থেকে সরিয়ে নেন।

বেসামরিক জরুরি পরিষেবা জানিয়েছে, হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে ইসরাইল এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, কয়েক ডজন বাস্তুচ্যুত পরিবার হাসপাতালটি ছেড়ে যাচ্ছে। কেউ কেউ অসুস্থ আত্মীয়দের হাসপাতালের বিছানায় করে নিয়ে যাচ্ছেন। যদিও ছবিগুলো তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

হামাস পরিচালিত সরকারি মিডিয়া অফিস এই হামলাকে ‘জঘন্য ও নোংরা অপরাধ’ বলে আখ্যা দিয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, গাজা উপত্যকার স্বাস্থ্যসেবা খাতের অবশিষ্টাংশ ধ্বংসের উদ্দেশ্যে ইসরাইল পরিকল্পিতভাবে ৩৪টি হাসপাতাল ধ্বংস করেছে এবং জনগণকে সেবা থেকে বঞ্চিত করছে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে এই হাসপাতালেই আরেকটি হামলায় শত শত মানুষ নিহত হয়। তখন ফিলিস্তিনি কর্মকর্তারা ওই ঘটনার জন্য ইসরাইলি বিমান হামলাকে দায়ী করেন। তবে ইসরাইল দাবি করে, সেটি ছিল ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গোষ্ঠীর ব্যর্থ রকেট উৎক্ষেপণ। যদিও সেই গোষ্ঠী এই দাবি অস্বীকার করেছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে জিএসপি পুনর্বহালের চেষ্টা চলছে: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। একই সঙ্গে মার্কিন বাজার থেকে আমদানি বাড়িয়ে ঘাটতি কমানোর

সবজির বাজার চড়া, কমেছে মুরগির দাম: পেঁয়াজে অস্থিরতা

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহ ব্যবধানে আরও চড়েছে রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম। পহেলা বৈশাখের পর থেকে বেড়েছে পেঁয়াজের দামও। তবে কমেছে মুরগির দাম। শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানীর

ভারতে মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার আহবান বাংলাদেশের

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি: ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর ভারতের চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি ভারতের সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ

গাজায় ইসরাইলের বিমান হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৩৭

নিজস্ব প্রতিবেদক: ইসরাইলের বিমান হামলায় গাজায় গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগই বাস্তুচ্যুত ফিলিস্তিনি। গাজার একটি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে।

Scroll to Top